উলিপুর-চিলমারীতে ২৫ জুলাই সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ জুলাই ২০১৮

জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উলিপুর উপজেলা (সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত) এবং চিলমারী উপজেলায় (অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন ব্যতীত) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ওই তারিখে যদি কোনো পাবলিক পরীক্ষা নির্ধারিত থাকে, তাহলে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এমইউএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।