সিডিউল বিপর্যয় এড়াতে বিমানের বহরে আরেকটি বোয়িং ৭৭৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৭ জুলাই ২০১৮
ছবি-ফাইল

হজের সময় ডেডিকেটেড ও সিডিউল ফ্লাইটের বিপর্যয় এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে যোগ দিচ্ছে আরও একটি বোয়িং ৭৭৭। বিশেষ করে হজ অপারেশনের সময় সিডিউল ফ্লাইট স্বাভাবিক রাখতে স্বল্প মেয়াদী ওয়েট লিজে আনা এই উড়োজাহাজটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি জানান, অ্যাঙ্গোলার ট্যাগ এয়ারলাইন্স হতে সংগ্রহকৃত বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মালয়েশিয়ার ফ্লাইং গ্লোবাল থেকে তিনটি বোয়িং ৭৭৭ ওয়েট লিজ নেয় বিমান।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন যাবেন রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।

আরএম/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।