সরকারি হজযাত্রীর তিনগুণ বেসরকারি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩১ পিএম, ১৬ জুলাই ২০১৮

হজ ফ্লাইটের তৃতীয় দিন শেষে ৩৮টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১৩ হাজার ৮১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে মোট ছয় হাজার ৭৪ জন ও সৌদি এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে মোট সাত হাজার ৭৪০ জন সৌদি পৌঁছান।

জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনার ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন।

সূত্র জানায়, সোমবার রাত ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৫৫৫ জন সৌদি আরব পৌঁছান।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।