নড়াইলে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানচালক নিহত
নড়াইলে মোটরসাইকেল-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক মশিউর রহমান (৩২) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন কলেজছাত্র শাহাবুদ্দিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মশিউর রহমান সন্ধ্যায় তার অটোভ্যান নিয়ে মানিকগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন।
রামকান্তপুর গ্রামের মধ্যেপাড়া পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ভ্যান থেকে ছিটকে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন তাকে মৃত ঘোষণা করেন। নিহত মশিউরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।
বড় মেয়ে পঞ্চম শ্রেণিতে এবং ছেলেটি দ্বিতীয় শ্রেণিতে স্থানীয় পড়াশোনা করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
হাফিজুল নিলু/এমজেড/পিআর