নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৬ জুলাই ২০১৮

নারী বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রমিলা টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় মন্ত্রিসভা জাতীয় নারী দলকে অভিনন্দন জ্ঞাপন করেছে।’

আইনমন্ত্রীর বোনের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘একটি শোক প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। সেটি হচ্ছে, মাননীয় আইন মন্ত্রীর বড় বোন সায়মা হক গতকাল রোববার ইন্তেকাল করেছেন। ইনি কিডনি ফেইলিউর জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে।’

বিদায়ী অর্থ সচিব মুসলিম চৌধুরীকে মন্ত্রিসভার ধন্যবাদ

জিয়াউল আলম আরও বলেন, ‘অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরী সরকারি চাকরি থেকে বিদায় নিয়ে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। আজকে এটি ছিল তার শেষ মন্ত্রিসভা বৈঠকে উপস্থিতি। এই উপলক্ষে মন্ত্রিসভা তাকে একটি ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করেছে।’

আরএমএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।