সেমিফাইনালেই আটকে গেল বাংলাদেশ


প্রকাশিত: ০৯:২২ এএম, ০২ অক্টোবর ২০১৪

টস ভাগ্যে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসের সেমিফাইনালে আটকে গেল বাংলাদেশ। ব্রোঞ্জ পদকের জন্যে শুক্রবার হংকংয়ের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজার দল।
 
বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হয়। শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৬ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন আনামুল হক বিজয়। ওয়ান ডাউনে নামা মোহাম্মদ মিঠুনও একই পথ ধরেন। উইকেটে আসা সাকিব আল হাসান দর্শকদের আরো হতাশ করেন। ১ রানেই শেষ হয় তার ইনিংস।
 
চতুর্থ উইকেটে তামিম ইকবাল ও সাব্বির রহমান রুম্মন ৫৩ রানের জুটি গড়েন। ১১ ওভারে বাংলাদেশ ৫৯ রান সংগ্রহ করে। সাব্বির রহমান রুম্মন ২৫ বলে ২৭ ও তামিম ইকবাল ৩৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।
 
এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ চালানো সম্ভব হয়নি। ম্যাচ প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল। ফলাফল নির্ধারণের জন্যে অনফিল্ড আম্পায়ারা ‘টস’কে বেছে নেন। টস ভাগ্যে মাশরাফিকে হারিয়ে লাহিরু থিরিমান্নে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।