ভূমধ্যসাগরে ট্রলারডুবি : নিখোঁজ দুই শতাধিক


প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৫ আগস্ট ২০১৫

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে সাতশ`র বেশি অভিবাসী নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন অনন্ত দুইশজন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ইতালির কোস্টগার্ড ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে।

কোস্টগার্ড ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা আরো জানায়, অন্তত ৪০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই শতাধিক এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। খবর এএফপি ও বিবিসি।

লিবিয়া উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল যাওয়ার পরই ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হলে ভূমধ্যসাগরে থাকা তিনটি জাহাজ সেদিকে এগিয়ে যায়। এতে উদ্ধার পাওয়ার আশায় অভিবাসন প্রত্যাশীরা নৌকার একদিকে ভিড় করলে এটি একপর্যায়ে উল্টে যায়।

ইউএনএইচসিআরের ইতালির দফতরের এক মুখপাত্র বলেন, উল্টে যাওয়া নৌকার নিচে অনেকেই আটকে পড়েছেন বলে আমরা ধারণা করছি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা যুদ্ধ ও অভাবের হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।