ঝাড়ু হাতে নরেন্দ্র মোদী


প্রকাশিত: ০৯:০১ এএম, ০২ অক্টোবর ২০১৪

গান্ধী জয়ন্তী থেকে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ বছরে পরিষ্কার ভারত (Clean India) তৈরির লক্ষ্যে রাজধানীর রাজপথ ঝাড়ু দিলেন মোদী।

বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মদিনে সকালে হাতে ঝাড়ু তুলে নেন মোদী। ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী দফতেরর উদ্যোগে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রচার। এক সপ্তাহ আগে থেকেই সরকারি দফতরের পুরনো আসবাব ও ফাইল সরিয়ে ফেলা হচ্ছিল।

২০১১ সালের আদমসুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের মাত্র ৩২.৭০ শতাংশ বাড়িতে রয়েছে শৌচালয়। এই বছর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা গিয়েছে ভারতের বহু মানুষ এখনও খোলা আকাশের নিচেই মলত্যাগ করেন।

ক্লিন ইন্ডিয়া বক্তৃতায় মোদী বলেন, আজ থেকে পাঁচ বছর পর ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকীতে স্বচ্ছ ভারতই হবে তাঁর জন্য সেরা উপহার।

জানা গেছে, মোদির স্বপ্নের এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে একই দিন অন্যান্য শহরেও এ সংক্রান্ত প্রকল্প উদ্বোধন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।