৫ আগস্ট ২০১৫ : একনজরে সারাদিনের খবর
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৩৪৬ চিকিৎসক
রাষ্ট্রপতির প্রমার্জনায় সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৩৪৬ জন চিকিৎসক। বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পদোন্নতি প্রাপ্তদের পদায়নের আদেশ অনুমোদিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার নির্মম নির্যাতনে প্রাণ গেল বরগুনার রবিউলের
সিলেটের রাজন ও খুলনার রাকিবের পর এবার বরগুনায় শিশু রবিউল আউয়াল (১০) নির্মম নির্যাতনে প্রাণ হারালো। বরগুনার তালতলী উপজেলার চোনাকাটা ইউনিয়নে মাছ চুরির অভিযোগে চোখ উপড়ে শাবল দিয়ে পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিউল স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
জাতিকে অনেক কিছু দিতে পারতো শেখ কামাল : প্রধানমন্ত্রী
শেখ কামাল বেঁচে থাকলে জাতিকে অনেক কিছু দিতে পারতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
সংকট শুনলেন বুঝলেন সময় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
‘ক্যারি অন’ শিক্ষা পদ্ধতি সম্পর্কে শুনলেন, বুঝলেন এবং আরো ভাল করে বোঝার জন্য দু’দিন সময় নিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের নতুন কোর্স কারিকুলামে ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র্র করে সৃষ্ট সংকট নিরসনের গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে তিনি বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও চার বিশ্ববিদ্যালয়ের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী) চিকিৎসা অনুষদের ডিনদের ডেকে বৈঠকে বসেছিলেন।
মানের সঙ্গে আপোস করে না ‘প্রাণ’
প্রাণ মসলা প্রক্রিয়াকরণের ধাপ দেখে অভিভূত রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িতরা। তারা বলছেন, দেশের বাজারের বড় চাহিদা পূরণ করে প্রাণ মসলা যাচ্ছে বিশ্বের ১১৬টি দেশে। এটি বাংলাদেশের জন্য গর্ব। তাই তাদেরও প্রতিশ্রুতি, নিজেদের রেস্টুরেন্টে তারা ব্যবহার করতে চান প্রাণ মসলা। তবে এ জন্য বিশেষ মূল্য নির্ধারণ চান তারা।
জাতীয় নেতাদেরকে নিয়ে বিতর্ক দূর হওয়া উচিত
জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে যে বিতর্ক রয়েছে তা দূর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জব্দ করলেই মোটরযান পুলিশের!
লাইসেন্সবিহীন, চোরাই বা অবৈধ মোটর চালিত যানবাহন জব্দ করার পর বছরের পর বছর পরে থাকে ডাম্পিং স্টেশনে। এসব মোটরযান আর ডাম্পিং স্টেশনে ফেলে না রেখে এবার ব্যবহারের উদ্যোগ নিতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
জাতীয় সংসদে বুধবার অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ উদ্যোগের কথা জানানো হয়। কমিটির সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাডভোকেট শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।
৭ খুন মামলা : ১৩ আসামির মালামাল ক্রোকের নির্দেশ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের ৮ সদস্যসহ পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই সঙ্গে ওই সকল আসামিদের অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
হামলার শিকার ওয়াসিম আকরাম
করাচিতে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এর গাড়িতে বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রাণে বেঁচে গেছেন ওয়াসিম আকরাম। এ হামলার ফলে আবারো হুমকির মুখে পাকিস্তান ক্রিকেট। বুধবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে যাওয়ার পথে এই হামলার শিকার হন পাকিস্তানের কিংবদন্তী এই ক্রিকেটার।
বঙ্গবন্ধু চেয়ারে সম্মানিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯৪২ সাল। অভিভক্ত বাংলা। এনট্র্যান্স পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইসলামিয়া কলেজে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কলেজটির বর্তমান নাম মওলানা আজাদ কলেজ। কলকাতার ইসলামিয়া কলেজেই ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক হাতেখড়ি। এই কলেজে পড়াকালীন উদারচিত্তের বড় মাপের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্য লাভ করেন তিনি।
বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান স্পিকারের
যে কোন ধরনের বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের সতর্কতার সঙ্গে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সংবিধান ও কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন সংসদীয় রীতি রেওয়াজ সম্পর্কে বিশেষ জ্ঞান লাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি।
যানজট নিরসনে করণীয় নির্ধারণে সংসদীয় সাব-কমিটি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় রাজধানীর যানজট নিরসনে করণীয় নির্ধারণে ৩ সদস্যের সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদ ও ফখরুল ইমামকে সদস্য করে এই সাব কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।
স্বর্ণের দাম আরেক দফা কমলো
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে। বুধবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সূচকের মিশ্রপ্রবণতায় শেষ হলো লেনদেন
দেশের পুঁজিবাজারে টানা কয়েকদিন সূচকের উত্থান ধারা অব্যাহত থাকলেও বুধবার মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
ললিত মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
অর্থ পাচার মামলায় আইপিএলের সাবেক প্রধান ললিত মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত। বুধবার মুম্বাইয়ের একটি আদালত লন্ডন প্রবাসী মোদিকে বিচারের মুখোমুখি হতে দেশে ফিরতে বাধ্য করতেই পরোয়ানা জারি করেছে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গাদ্দাফির ছেলেকে নির্যাতনের ভিডিও খতিয়ে দেখবে লিবিয়া
লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিসহ অন্যান্য বন্দীরা কারাগারে নির্যাতিত হয়েছেন কিনা তা নিয়ে প্রকাশিত একটি ভিডিও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
আফগানিস্তানে সর্বোচ্চ বেসামরিক নাগরিক হতাহত
চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে রেকর্ড সর্বোচ্চ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মিশনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের যৌথসভা
আওয়ামী লীগের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের যৌথসভা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
১৫ আগস্টের আগে আ.লীগ নিজেরাই যুদ্ধ করেছিল : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছিল বলে মোসতাকরা বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছে।’
সরকারের মদদপুষ্ট ছেলেরা পেট্রলবোমা মেরেছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপির সফল হরতাল ও গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করার জন্য সরকারের মদদপুষ্ট সোনার ছেলেদের দিয়ে পেট্রলবোমা মারা হয়েছে। অথচ সরকার প্রচার করেছে পেট্রলবোমা হামলা করেছে বিএনপি।
এসকেডি/আরআইপি