শেখ কামাল স্বর্ণপদক পেলেন সাকিব-মামুনুলরা


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৫ আগস্ট ২০১৫

প্রতিবছরই আবাহনী ক্লাব তাদের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে। এ বছরেও তাঁর ব্যতিক্রম ঘটেনি। এ দিন আবাহনী সমর্থকগোষ্ঠীর আয়োজনে শেখ কামাল স্বর্ণপদক পেলেন সাকিব-মামুনুলরা।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই পদক তুলে দেন কৃতি খেলোয়াড়দের হাতে।

এ বছর শেখ কামাল স্বর্ণপদক পেয়েছেন বিশ্বক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও জাতীয় হকি দলের গোলরক্ষক অসীম কুমার গোপ পেয়েছেন এই পদক।

সংঘটকদের মধ্যে এই পুরস্কার পেয়েছেন তিন জন। আবাহনী ক্লাবের পরিচালক কাজী আনিস আহমেদ, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও আবাহনী ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার মূল কারণ বহুল আলোচিত শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স। প্রায় একদশক ধরে আবাহনী ক্লাবে শুনা যাচ্ছে আধুনিক ক্রীড়া কমপ্লেক্সের কথা। তবে এবার ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মাঝে এই কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

আরটি/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।