উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে হবে : ইনু


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৫ আগস্ট ২০১৫

সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী ও প্রবীণদের অন্তর্ভূক্ত করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । বুধবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘প্রান্তিক জনগোষ্ঠীর কন্ঠস্বর শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেউ অসমর্থ নয়, সমাজে ভূমিকা রাখার সক্ষমতা সবাই যাতে অর্জন করতে পারে সে লক্ষ্যে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

তথ্যমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ও প্রবীণবান্ধব সরকার। তাদের সামাজিক স্বীকৃতি, বৈষম্যনিরোধ আইন প্রণয়ন, উপযোগী শিক্ষা ও কর্মক্ষেত্র তৈরি লক্ষ্যে একযোগে সবাইকে কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য সরকারের কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান।

সাইটসেভার্স-এর অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর এএফএম মাঈন, হেল্পএজ ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিনী হাসান, এবং এডিডি ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলামসহ প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিবর্গ এবং তাদের নিয়ে কর্মরত সংগঠনের মুখপাত্রগণ সেমিনারে আলোচনায় অংশ নেন।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।