দ্রুত টিকিট কিনতে হজ এজেন্সিগুলোকে ফের তাগিদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৪ এএম, ১৪ জুলাই ২০১৮
ফাইল ফটো

চলতি বছর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোকে বিমান টিকিট দ্রুত কেনার জন্য আবারও তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আশকোনা হজ অফিস ঢাকার পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার এ তাগিদ দেন।

২০১৮ সালে হক কার্যক্রমে অংশগ্রহণকারী সকল এজেন্সির স্বত্ত্বাধিকারী/অংশীদার/পরিচালক ও চেয়ারম্যানদের অবগতির জন্য তিনি জানান, যারা এখনও বিমান/সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটেননি, তাদের অনতিবিলম্বে টিকিট কাটতে অনুরোধ করা হলো।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কোনো হজ ফ্লাইট বাতিল হলে হজযাত্রী পরিবহনের জন্য সৌদি সরকারের কাছ থেকে নতুন কোনো স্লট পাওয়া যাবে না। নির্ধারিত ফ্লাইটে টিকিট না কেনার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে এর সকল দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

এমইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।