সন্ধ্যায় হজের প্রি-অ্যারাইভাল ডাটা এন্ট্রি প্রশিক্ষণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৩ জুলাই ২০১৮

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনলাইনে সৌদি ই-হজ সিস্টেমে প্রি-অ্যারাইভাল ডাটা এন্ট্রি সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা স্কাইপির মাধ্যমে এ প্রশিক্ষণে যোগ দিতে পারবেন। প্রশিক্ষণে যোগ দিতে স্কাইপি ঠিকানা [email protected]

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি বছর হজ ফ্লাইট উড্ডয়নের ৭২ ঘণ্টা আগে যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে সৌদি সরকার। কোনদিন কোন ফ্লাইটে কতজন হজযাত্রী জেদ্দায় নামবে, তারা কোন বাড়িতে যাবে, কোন মোয়াল্লেম তাদের অভ্যর্থনা জানাবে তা নিশ্চিত করতে এ নিয়ম চালু করেছে সৌদি সরকার। সৌদি ই-হজ সিষ্টেমে কীভাবে ইনপুট দিতে হবে তা বিভিন্ন এজেন্সিকে অবহিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য আগামীকাল (১৪ জুলাই) থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজে যাবেন।

এমইউ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।