ক্যান্সারের কাছে হার মানলেন জারিন তাসনিম রাফা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৩ জুলাই ২০১৮

ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে পড়াশোনা করে এমবিবিএস পাস করতে চেয়েছিলেন বেসরকারি আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম রাফা। তবে তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। না ফেরার দেশে চলে গেলেন রাফা।

ফেসবুকে রাফার ঘনিষ্ঠজনদের স্ট্যাটাসে জানা গেছে তিনি মারা গেছেন।

এরআগে ৯ জুলাই রাফার অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসে লেখা হয়েছিল, ‘আমি রাফার আম্মু বলছি, দিল্লী থেকে। আমার মেয়ের অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ট্রান্সপ্ল্যান্ট হবার পর থেকে যে যুদ্ধ করে যাচ্ছে তা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। শরীরের সব জায়গায় ওর রক্তক্ষরণ হচ্ছে। খাওয়া বন্ধ হয়েছে বহু আগেই, । creatinine level o high.

সবার কাথে ওর জন্য দোয়া কামনা করছি।’

ওই পোস্টে রাফার কয়েকটি ছবিও ছিল।

তার আগে ৩ জুলাই আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন রাফার ভাই অর্ণব। সেখানে বলা হয়েছিল তার বোনের অবস্থা ভালো নয়।

গত ২৮ জুন তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়।

রোগ ধরার পর চিকিৎসকরা জানিয়েছিলেন তার চিকিৎসায় খরচ পড়বে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা। এরপর প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছিলন জারিন তাসনিম রাফা।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।