রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৫ আগস্ট ২০১৫

তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুফতোগলু রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন বলেন, বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশে দায়িত্ব পালনকালে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ দু’দেশের পারস্পরিক স্বার্থে যৌথ উদ্যোগে বিনিয়োগ, বিশেষ করে পোশাক শিল্প এবং ফার্মাসিউটিকেল সেক্টরে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, ঢাকায় তুরস্ক আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার একটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। এতে বাংলাদেশে বিনিয়োগে সহায়ক হবে।

বৈঠকে রাষ্ট্রপতি ও রাষ্ট্রদূত উভয়েই দু’দেশের মধ্যে সম্পর্ক আরো উন্নয়নে উচ্চ পর্যায়ের প্রতিনিধির সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।  বৈঠকে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।