দুর্ভোগের প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৫ আগস্ট ২০১৫

রাস্তা সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে ধানের চারা লাগিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের শত শত মানুষ। বুধবার দুপুরে ব্যতিক্রমী ওই কর্মসূচি চলাকালে নারী ও শিশুরাও দু’পাশে দাঁড়িয়ে অংশ নেয়।

এলাকাবাসী জানান, স্কুলের বাজার-সুন্দরগঞ্জ সড়কে পশ্চিম শিবরাম গ্রামের লোকজন ও সংলগ্ন খামার মনিরাম উচ্চ বিদ্যালয়, খামার মনিরাম প্রাথমিক বিদ্যালয়, খামার মনিরাম বালিকা বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা সড়কে ধানের চারা রোপণ করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল করিম, রাঙ্গা মিয়া, রোবেন, ফজলুল হক, মতিয়ার রহমান, সাথী আক্তার প্রমুখ।
 
মানববন্ধন থেকে তারা অভিযোগ করেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে যায়। এতে এলাকার মানুষকে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয়।

খামার মণিরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আনজু আরা আক্তার জানায়, প্রতিদিন এক হাঁটু কাদা পার হয়ে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামের মানুষকে হাট-বাজার ও উপজেলা শহরে যেতে হয়। বিশেষ করে মেয়েদের দুর্ভোগ চরমে ওঠে।

ওই বিদ্যালয়ের শিক্ষক মতিয়ার রহমান বলেন, রাস্তার বেহাল দশার কারণে তাদের দুর্ভোগের শেষ নেই। রাস্তাটি সংস্কার না করায় এবার বর্ষা মৌসুমে তার বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে।

শিবরাম গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, প্রতিবার নির্বাচনের সময় সবাই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেয় ঠিকই। কিন্তু নির্বাচিত হবার পর কেউ রাস্তার দিকে তাকায় না। সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও কানমাথা নাড়েন না। অথচ ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন সুন্দরগঞ্জ উপজেলা শহরের সাথে যোগাযোগ করেন।

অমিত দাশ/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।