বিসিসি`র মেয়র কামালসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৫ আগস্ট ২০১৫

মোটা অঙ্কের ঘুষ দাবির অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র বিএনপি নেতা আহসান হাবীব কামালসহ ৪৪ জনের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা মোশারেফ হোসেন খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক আনোয়ারুল হক বিকেলে মামলাটি গ্রহণ করে বরিশাল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেন।

অপর বিবাদীরা হলেন, বিসিসি`র প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার, প্রকৌশলী শহিদুল ইসলাম এবং মেয়র`র এপিএস মো. ফরিদ। এছাড়া ৪০ জন অজ্ঞাতনামাও রয়েছেন।

বাদীর আইনজীবী আজাদ রহমান জানান, মঙ্গলবার নগরীর চৌমাথা এলাকা থেকে ১৬টি দোকান উচ্ছেদ করা হয়। এর মধ্যে বাদীর একটি দোকানও রয়েছে। উচ্ছেদ অভিযান চালাতে কোনো নোটিশ প্রদান করা হয়নি। তাছাড়া উচ্ছেদ না চালাতে বাদীসহ ক্ষতিগ্রস্তদের নিকট মোটা অঙ্কের ঘুষ দাবি করে অভিযুক্তরা। দাবিকৃত ঘুষ না দেয়ায় ওই উচ্ছেদ অভিযান চালিয়ে সেখানকার ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সিটি মেয়র আহসান হাবীব কামাল জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে নোটিশ প্রদান করা হলেও তারা সেখান থেকে সরেনি। এ কারণে নিয়ম মেনেই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এদিকে, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে সড়ক নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মেয়র ও প্রকল্পের ঠিকাদার এবং কর্পোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ দুদকে আসলে তা আমলে নিয়ে যাচাই-বাছাই করে কমিশন। যাচাই-বাছাই শেষে অভিযোগটি যথাযথ মনে হওয়ায় গত ২৯ জুলাই তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।