হবিগঞ্জে ৮টি অটোরিকশাকে জরিমানা
মহাসড়কে চলাচলের অভিযোগে হবিগঞ্জে ৮টি সিএনজিচালিত অটোরিকশাকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর নামক স্থানে সিনিয়র সহকারী কমিশনার নূরুজ্জামান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল না করার জন্য বলার পরও আইন অমান্য করে চালানোর অপরাধে এ জরিমানা করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর