রবীন্দ্র প্রয়াণ দিবসে এনটিভির আয়োজন


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৫ আগস্ট ২০১৫

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বৃহস্পতিবার, ২২ শ্রাবণ। এ উপলক্ষে এনটিভিতে দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নিম্নে অনুষ্ঠানগুলোর বিবরণ উলে­খ করা হলো-

ছোটদের বিশেষ অনুষ্ঠান : নতুন কন্ঠে রবীন্দ্রনাথ
বৃহস্পতিবার ভোর ৬ টা ১৫ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নতুন কন্ঠে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথে শিশুদের জন্য বিভিন্ন লেখা থেকে শিশু শিল্পীদের অংশগ্রহণে উপস্থাপন করা হবে। মূলত শিশু-কিশোরদের কণ্ঠে রবীন্দ্রনাথ কিভাবে উচ্চারিত হয়, তাই তুলে ধরা হবে কথা, ছড়া, কবিতা ও গানে গানে। মুনমুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনোবিজ্ঞানী মেহতাব খানম।

বিশেষ অনুষ্ঠান : রবীন্দ্রনাথের প্রার্থনা
বৃহস্পতিবার ভোর ৬ টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’। কৃষ্ণকলি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা পর্বের গান গেয়েছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন।

বিশেষ নাটক : অপরিচিতা
বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দুপুর ১২ টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘অপরিচিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন- বিদ্যা সিনহা সাহা মীম, সাব্বির আহমেদ, ওয়াহিদা মল্লি­ক জলি, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবিহা জামান, অশোক ব্যাপারী প্রমূখ।

বিশেষ অনুষ্ঠান : প্রতিদিনের সূর্য
বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রতিদিনের সূর্য’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন। এই শতাব্দীতে এসে কবি রবীন্দ্রনাথের মূল্যায়ণ এবং রবীন্দ্রনাথের কবিতার একক আবৃত্তি করবেন দেশের বরেণ্য লেখক-রাজনীতিক-শিক্ষক বদরুদ্দীন উমর। এবং তার প্রজন্ম রবীন্দ্রনাথকে কিভাবে আবিস্কার করেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সংক্ষেপে বলবেন। ল্যাতিন আমেরিকা তথা বর্হিবিশ্বে রবীন্দ্রনাথ কীভাবে আছেন সে সম্পর্কে বলবেন এ প্রসঙ্গে গবেষণারত বিশিষ্ট অনুবাদক ও লেখক রাজু আলাউদ্দিন। আর রবীন্দ্রনাথের ভাঙ্গা গান এবং পাশ্চাত্য থেকে আহরিত ভাব ও সুর নিয়ে রচিত গান প্রসঙ্গে কথা বলবেন লেখক ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক ড. খালেকুজ্জামান ইলিয়াস। থাকবে রবীন্দ্রনাথের স্বকন্ঠে গান। অনুষ্ঠানটির লিংক ও উপস্থাপনা করবেন লোপা মমতাজ।

বিশেষ লাইভ অনুষ্ঠান : বরিষ ধরা মাঝে
বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে এনটিভি’র স্টুডিও থেকে সরাসরি স¤প্র্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বরিষ ধরা মাঝে’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী। মৃদৃলা মতিনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অদিতি মহসীন, আজিজুর রহমান তুহিন ও মাহিদুল ইসলাম।

বিশেষ অনুষ্ঠান : ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা
বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’। অনুষ্ঠানে কবির রচনা থেকে পাঠ অভিনয়, নৃত্য ও বিষয় ভিত্তিক গান থাকবে। অংশগ্রহণ করেছেন চাঁদনী, আনিসুর রহমান মিলন, আজিজুর রহমান তুহিন, নাজনীন চুমকি, সীমা হুদা প্রমুখ।

বিশেষ নৃত্যানুষ্ঠান : জয় জয়ন্তী
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন- নিশা, তাজিয়া, চাঁদনী, সোহেল, তিথি ও জয়ন্তী।

বিশেষ নাটক : প্রণয়িনী
বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে কাহিনীচিত্র ‘প্রণয়িনী’। নাটকটির সংলাপ লিখেছেন উর্মি মোস্তফা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন- রওনক হাসান, তারিন, মনোজ কুমার প্রামানিক, খলিলুর রহমান কাদেরী, বাকার বকুল, বাপ্পি সাইফ প্রমূখ। ‘জমিদার যতীন পালার অভিনেত্রী, সুন্দরী পদ্মর রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পরে। কিন্তু এক সময় সে অনুভব করে বাহ্যিক সৌন্দর্য্য নয়, মানসিক সৌন্দর্য্যরে প্রতি তার আসক্তি। সেই মানসিক সৌন্দর্য্যের প্রকাশ সে দেখতে পায় দামিনীর মাঝে।’

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।