চসিকের ২ হাজার ৪২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১০ জুলাই ২০১৮

২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে শুরু হওয়া বাজেট অধিবেশনে এ তথ্য জানান তিনি। চসিকের তৃতীয় নির্বাচিত মেয়র হিসেবে এটি তার চতুর্থ বাজেট।

বাজেট অধিবেশন শুরুর আগে চসিক মেয়র আ জ ম নাছির জাগো নিউজকে জানান, এবারের বাজেটের আকার গতবারের চেয়ে বড় হয়েছে। নাগরিক সুবিধা বৃদ্ধি, শহরের সৌন্দর্য্যবর্ধন, নতুন এলাকায় আলোকায়নের আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। এবারের বাজেটের নতুন দিক হলো যানজট নিরসনের উদ্যোগ। নগরীতে যাত্রীছাউনি এবং টার্মিনাল নির্মাণের বিষয়টি বাজেটে গুরুত্ব পেয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহার সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল, সচিব আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবু আজাদ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।