১২১ সদস্যের হজ সহায়ক দলের তালিকা প্রকাশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৯ জুলাই ২০১৮

আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ১২১ সদস্যের হজ সহায়ক দলের নামের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সহায়ক দলের সদস্যরা সৌদি আরবে অবস্থানকালীন মক্কা, মদিনা, জেদ্দা, আরাফাহ ও মুজদালিফাতে হজ চিকিৎসক দলকে সহায়তা করবেন।

তিন দফায় তারা সৌদি আরবে যাবেন। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হজ সহায়ক দলের নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ধর্ম মন্ত্রণালয় ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের নিয়ে গঠিত ২৩৭ সদস্যের হজ মেডিকেল টিম গঠন করে।

হজ সহায়ক দলের তালিকা

এমইউ/এআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।