অবৈধভাবে ব্যবসা করায় নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৯ জুলাই ২০১৮

অবৈধভাবে ব্যবসা ও মেয়াদহীন পানি বিক্রির অভিযোগে ধানমন্ডির নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার নামের পানির কারখানা সাময়িক বন্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ৬০টি পানির জার স্পটে ধ্বংস করা হয়।

সোমবার রাজধানীর ধানমন্ডির এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযান সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় সার্বিক সহযোগিতা করে এপিবিএন-১ সদস্যরা।

WATER-1

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, ধানমন্ডি এলাকার নিউ ভিশন ড্রিংকিং ওয়াটার বাজারে যেসব পানির জার সরবরাহ করছে তার গায়ে উৎপাদনের তারিখ নেই। এছাড়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে ব্যবসার অভিযোগে পানির কারখানাটিকে সাময়িক বন্ধ করা হয়। একইসঙ্গে তাদের ৬০টি পানির জার স্পটে ধ্বংস করা হয়।

এসআই/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।