ওষুধের মূল্যে একমি ল্যাবরেটরিজের কারসাজি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৯ জুলাই ২০১৮

ওষুধের মূল্যে কারসাজির অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার অধিদফতরের কারওয়ান বাজারের কার্যালয়ে অভিযোগ শুনানি শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

অধিদফতর সূত্রে জানা যায়, একমি ল্যাবরেটরিজের ভেসজ সিরাপ ‘বাসক’। যার সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল ৫৫ টাকা। সম্প্রতি প্রতিষ্ঠানটি অবৈধভাবে কারসাজি করে সিরাপের মূল্য ১০ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করে। যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

অভিযোগের শুনানি শেষে অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আইনে বলা আছে, ‘কোনো ব্যক্তি কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’

এসআই/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।