‘অবৈধ মাদক’ ধরতে উত্তরা ক্লাবে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৯ জুলাই ২০১৮

মদসহ শুল্কমুক্ত সুবিধায় আনা বিভিন্ন পণ্য মজুত ও বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত উত্তরা ক্লাবে অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দাদের একটি দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক কাজী জিয়াউদ্দিন অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি জানান, অভিযান চলছে। আনুমানিক ৫/৬ কোটি টাকার শুল্কমুক্ত সুবিধায় আনা অবৈধ মাদক জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসব মাদকদ্রব্যের পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা সময় চেয়ে কালক্ষেপণ করছেন।

তিনি আরও জানান, উত্তরা ক্লাবের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা মদ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকার মদ বিক্রি করে আসছে তারা।

অভিযান শেষে রাতে কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জেইউ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।