শিশু রাকিব হত্যা : ফুঁসে উঠেছে খুলনা


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৫ আগস্ট ২০১৫

খুলনায় শিশু শ্রমিক রাকিব হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফুঁসে উঠেছে সারা খুলনা। মানববন্ধন, মিছিল, সমাবেশ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন খুলনাবাসী। এদিকে রাকিব হত্যা মামলার অন্যতম আসামি শরীফের মাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।

পুলিশ জানায়, বুধবার রাকিবের ঘাতক শরীফের গ্যারেজ থেকে সেই পাম্প মেশিনটি উদ্ধার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় রাকিবের জানাজা শেষে বিক্ষুদ্ধ এলাকাবাসী নগরী টুটপাড়া কবরস্থানের পাশে অবস্থিত শরীফের গ্যারেজ ভাঙচুরের চেষ্টা চালান। এসময় সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে রাকিবের পরিবারকে আইনি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানা পুলিশের (উপপরিদর্শক) এসআই কাজী মোস্তাক আহমেদ জাগো নিউজকে বলেন, মামলার সব আসামি গ্রেফতার হয়েছে। এ মামলার প্রধান আসামি শরীফের মাকে জিজ্ঞাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে। শরীফ ও মিন্টু সুস্থ হলে তাদেরকেও রিমান্ডে নেয়া হবে। এই মামলায় খুব দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।

শিশু রাকিব হত্যার বিচার ট্রাইব্যুনালে মাধ্যমে সম্পন্ন করার দাবিতে বুধবার নগরীতে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জন উদ্যোগ, খুলনার উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, রাকিবের বাবা নূরে আলম হাওলাদার, মা লাকি বেগম ও বোন রেনু।

তারা তিনজনই বলেন, নৃশংসভাবে হত্যার ঘটনার আর যেন কোনো পুনরাবৃত্তি না হয় তার জন্য সজাগ হতে হবে। শিশু হত্যা মামলাগুলো দ্রুত বিচারের আওতায় এনে দোষিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

জনউদ্যোগের আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জন উদ্যোগের উপদেষ্টা শ্যামল সিংহ রায়, সাংবাদিক নেতা শেখ আবু হাসান, ওয়ার্কার্স পার্টির মফিদুর ইসলাম, খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস, ওয়াল্ড ভিশনের প্রভাস বিশ্বাস, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আজিজুর রহমান, পূজা উদযাপন কমিটি অধ্যাপক কৃষ্ণ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সাইদুর রহমান পিন্টু প্রমুখ। এছাড়া জেজেএস এর উদ্যোগে নগরীর রূপসা শিল্পাঞ্চলে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।