নব্বইটির বেশি প্রেক্ষাগৃহে ব্ল্যাকমানি


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৫ আগস্ট ২০১৫

সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি সারাদেশব্যাপি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৭ আগস্ট মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় গ্ল্যামারাস চিত্রনায়িকা কেয়া, জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও লাক্স তারকা মৌসুমী হামিদ।

এছাড়াও ছবিটিতে আরও রয়েছেন মিশা সওদাগর ,জনপ্রিয় মার্শাল আর্ট চিত্রনায়ক রুবেল,ডিজে সোহেল,সাদেক বাচ্চু,বিপাশা কবির ও রেবেকা।

ছবিটি শুক্রবার প্রায় নব্বইটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সেগুলো হলো- অভিসার (ঢাকা), জোনাকী (ঢাকা), এশিয়া ( ঢাকা), পূরবী (ঢাকা), চিত্রামহল (ঢাকা), মুক্তি (ঢাকা), বিজিবি (ঢাকা), পুনম (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সনি (ঢাকা), রানীমহল মহল (ডেমরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), চিত্রবাণী (গোপালগঞ্জ), তিথি (গোবিন্দগঞ্জ), বনানী (কুষ্টিয়া ), সংগীতা (সাতক্ষীরা), ময়ূরী (বাঘ আচরা), পৃথিবী (জয়পুরহাট), বলাকা (ঠাকুরগাঁও), উর্বশী (ফুলবাড়ী), চলন্তিকা (গোপালদী), ছায়াবাণী (নাটোর), প্রিয়া (ঝিনাইদহ), রাজলক্ষী (পাতারহাট),ঝংকার ( পাচদোনা), নিউ রজনীগন্ধা (চালা ), আনারকলি (টঙ্গী), কানন (ফেনী), কথাচিত্র(কটিয়াদী), মনোয়ার (জামালপুর), রুপকথা (শেরপুর), পূরবী (ময়মনসিংহ), উপহার (রাজশাহী), বিজিবি (সিলেট), মধুমতি (ভৈরব), মুন (মুক্তাগাছা), সূরভী (শিবচর), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা), রেনাজ (সখীপুর), রাজমণি (বোরহানউদ্দিন), চাদমহল (কাচপুর), সোনিয়া (বগুড়া), লালমনি (লালমোহন), মোহনা (কোনাবাড়ি), মোহন (হবিগঞ্জ), মুন (হোমনা), আনন্দ (কুলিয়ারচর), ক্লিওপেট্রা (ধুনট), সাধণা (রাজবাড়ী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), মানসী (কিশোরগঞ্জ), কাজরী (মতলব), মল্লিকা (উল্লাপাড়া), শাপলা (ভালুকা), মৌসুমী (সিরাজগঞ্জ), আলিম (মঠবাড়িয়া), আলিম (খেপুপাড়া), লিপি (গলাচিপা), কেয়া (টাঙ্গাইল), ফাল্গুনী (নাগরপুর), শাহীন (বল্লাবাজার), মাধবী (মধুপুর), বনালী (শাহাজাদপুর), পালকী (চান্দিনা), হীরামন (নেত্রকোনা), চান্দনা (জয়দেবপুর), মৌসুমী (পাকুন্দিয়া), আনন্দ (ঢাকা), মণিহার (যশোর), মুক্তি (রানীশংকৈল), রুপালী (কুমিল্লা), রুপা (ভান্ডারিয়া), তিতাস (পটুয়াখালী), কংকন (মোহনগঞ্জ)।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।