শিক্ষামন্ত্রীর নির্দেশনা চেয়েছেন শাবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সচল রাখার জন্য শিক্ষামন্ত্রীর যথার্থ নির্দেশনা চেয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া। মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী বরাবর প্রেরিত চিঠিতে তিনি এ নির্দেশনা চান।
ওই চিঠিতে উপাচার্য শিক্ষামন্ত্রীকে লিখেন, গত ২৪ জুলাই ২০১৫ তারিখে আমার সাক্ষাত এবং আপনার নিকট থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আন্দোলনকারীদের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কদের সঙ্গে আমি মোবাইলে কথা বলেছি এবং আহ্বায়কের বাসায়ও গিয়েছি। গত ৩০ জুলাই ২০১৫ তারিখে আন্দোলনকারী পদত্যাগী শিক্ষকগণকে প্রশাসনিক কাজে যোগদানের জন্য অনুরোধ করে আলাদাভাবে পত্রও দিয়েছি।
মঙ্গলবার বেলা ১১ টায় আন্দোলনকারী শিক্ষকরা (৩৮/৩৯ জন শিক্ষক) প্রফেসক ড. সৈয়দ শামসুল আলম, প্রফেসর ড. ইউনুছ, প্রফেসর ড. ইয়াসমিন হক ও মো. ফারুক উদ্দিন এর নেতৃত্বে আমার চেম্বারে সরাসরি প্রবেশ করেন এবং একটি স্মারকলিপি দিয়ে প্রায় ২ ঘণ্টা সময় বসে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং আমার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আমার কক্ষ থেকে বের করে দিয়ে আমার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
তারা বলেন, তাদের সঙ্গে আপনার সভায় আমার (ভাইস চ্যান্সলারের) ক্ষমতা খর্ব করা হয়েছে এবং এটা আমার পদত্যাগের বিষয়ে আপনার নির্দেশনার শামিল। তাদের প্রদত্ত স্মারকলিপিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির হুমকি রয়েছে। স্মারকলিপিটি আপনার সদয় অবগতির জন্য সংযুক্ত করে পেশ করলাম। তারা ইতোপূর্বে সকল দফতর প্রধানদের পত্র দিয়ে আমার ক্ষমতা খর্ব করার বিষয়টি জানিয়েছেন, যা আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে আপনার নজরে নেয়ার চেষ্টা করছি ।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়কে সচল রাখার স্বার্থে যথার্থ নির্দেশনা প্রদানে আপনার মর্জি কামনা করছি।
উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন সরকার সমর্থিত একাংশ `মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ`।
এসএস/এমএস