হজযাত্রা : উদ্বোধনী ফ্লাইটের ৮২১ জনের প্রস্তুতি সম্পন্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৮ জুলাই ২০১৮

আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন।

উদ্বোধনী দিনে দু’টি ফ্লাইটে সরকারিভাবে যে ৮২১ হজযাত্রী যাবেন তাদের ভিসা ও সৌদিআরবে বাড়ি ভাড়াসহ হজযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।

ইতোমধ্যেই প্রথমদিনের ফ্লাইটের সকল যাত্রীর সাথে ব্যক্তিগতভাবে ও মোবাইল ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করে ১০ জুলাই হজ ক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে।

এ ছাড়া আগামী ১১জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ক্যাম্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গত কয়েকদিন যাবৎ র‌্যাব, ডিবি, সিআইডিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভেতরে-বাইরে রেকি করছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১৪ জুলাই সকালে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেসরকারি একটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

ধর্ম মন্ত্রণালয়াধীন আশকোনা হজ ক্যাম্প, ঢাকার পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব যাত্রীর ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সৌদিআরব যাবেন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন।

এমইউ/এনএফ/আরআইপি

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।