অনিয়ম খুঁজতে ম্যাক্স হাসাপাতালে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৮ জুলাই ২০১৮

আড়াই বছরের শিশু রাইফার মৃত্যু ও দুই চিকিৎসককে অব্যহতি দেয়ার পর এবার সেখানে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুরু হয় এই অভিযান।

সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, হাসপাতালটির বিরুদ্ধে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করতেই অভিযান চলছে। অভিযান শেষে কিছু পাওয়া গেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ২৮ জুন চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে আড়াই বছরের শিশু রাইফাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির ৩০ ঘণ্টা পর মারা যায় শিশু রাইফা।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে হাসপাতালের চিকিৎসকদের অবহেলার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই চিকিৎসক দেবাশীষ সেনগুপ্ত ও শুভ্র দেবকে দায়িত্ব পালন থেকে সরিয়ে দিয়েছে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ।

রাইফার বাবা রুবেল খান দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খান।

এআর/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।