লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৮ জুলাই ২০১৮

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে শনিবার লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, লন্ডনের স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান।

এর আগে তিনি (রাষ্ট্রপতি) শনিবার সকাল ১০ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা ও বুপা ক্রমওয়েল হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তার প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি দীর্ঘদিন যাবৎ চোখের গ্লুকুমা সমস্যায় ভুগছেন। আগামী ১৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।