কেজিতে ১২৫ গ্রাম মিষ্টি চুরি : বিক্রমপুর মিষ্টান্নকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৭ জুলাই ২০১৮

কেজিতে ১২৫ গ্রাম মিষ্টি কম দেয়ার অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় মোট ৭ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।

শানিবার রাজধানীর নাজিমুদ্দিন রোড ও গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো : মামুন বিরিয়ানি ৫ হাজার টাকা, সুমাইয়া বাকরখানী ২ হাজার টাকা, হাজী নান্না বিরিয়ানি ৫ হাজার টাকা, আলাউদ্দীন টেক অাওয়ে ২৫ হাজার টাকা, মামা বিরিয়ানি ৫ হাজার টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ২৫ হাজার এবং একটি সুপারশপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান তদারকি করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং পরিচালনা করেন সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। আর সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।

এসআই/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।