প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আজিমপুর কলোনির বাসিন্দা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৭ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজিমপুর কলোনির বাসিন্দা ছিলেন। এ কারণে এলাকাবাসীর সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক। শনিবার আজিমপুর কলোনিতে ২০ তলা বিশিষ্ট ৬টি বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ১৯৫২ সালে গোপালগঞ্জ থেকে নৌকায় করে এসে আজিমপুরে এক আত্মীয়ের বাসায় আমি আর ছোট ভাই কামাল আশ্রয় নিয়েছিলাম। এছাড়া আজিমপুর গার্লস স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি। এখানকার মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৬০ সালে ঢাকায় যখন প্রথম পদায়ন করি তখন এই আজিমপুর কলোনির ৫৯ নম্বর বাসায় আশ্রয় নিয়েছিলাম। সে কারণে আজও আজিমপুরবাসীর সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের আশ্রয় ছিল এই এলাকা।

এফএইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।