রাষ্ট্রপতি বাকৃবিতে যাচ্ছেন ১৯ জুলাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৭ জুলাই ২০১৮
ফাইল ছবি

আগামী ১৯ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি অনুষ্ঠান এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার বাকৃবিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ তথ্য জানান অনুষ্ঠানের তথ্য ও প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন।

মতবিনিময় সভায় আরও জানানো হয়, বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাকৃবির রিসার্চ সিস্টেম (বাউরেস) অফিস এবং ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশনে গিয়ে সরাসরি অথবা www.bauaa.org.bd এই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।