বন্যার পানি নেমে ভেসে উঠেছে ভাঙা সড়ক


প্রকাশিত: ০৪:৫১ এএম, ০৫ আগস্ট ২০১৫

বন্যার পানি নেমে যেতেই ধীরে ধীরে ভেসে উঠছে বান্দরবানের ভাঙা সড়ক। বান্দরবানে সাতটি উপজেলার বন্যাকবলিত এলাকার প্রায় সব সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় জেলার অধিকাংশ সড়ক ভেঙে গেছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত সড়কের তালিকায় মধ্যে আছে বান্দরবান-কেরাণীহাট সড়ক, রেইচা সড়ক, বান্দরবান রুমা-রোয়াংছড়ি সড়ক, চিরুগা-লামা-আলিকদম সড়ক, আজিজনগড়-গজালিয়া সড়ক ও নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক। এসব রাস্তা সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণে।

এছাড়াও এলজিইডির নিয়ন্ত্রণাধীন লামা-সুয়ালক রাস্তার বিভিন্ন অংশ, বাগমারা-মনজয়পাড়া সড়ক, হারগাছা-সাপের ঘেরা এইচবিবি সড়ক, বানিয়াছড়া-জগালিয়া রাস্তা, ডলুছড়ি বাজার-লুলাইংছড়ি বাজার সড়ক, নাইক্ষ্যংছড়ি-তম্ব্রু সড়ক, লামা-রূপসীপাড়া সড়ক ও রুমা-তারাছা ইউনিয়ন সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

এদিকে, প্রবল বর্ষণে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় গত ২৬ জুলাই জেলা শহরের সঙ্গে থানচি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনারুল হক জাগো নিউজকে বলেন, উপজেলার অধিকাংশ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বিভিন্ন ছোট-বড় যানবাহন চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের বান্দরবানের নির্বার্হী প্রকৌশলী মো. ইউসুফ জাগো নিউজকে জানান, ভারি বৃষ্টি এবং বন্যার পানিতে বান্দরবান জেলার অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সওজ এর আওতাধীন সড়কগুলো মেরামত
করতে প্রায় ১০ কোটি টাকার প্রয়োজন হবে।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।