মিয়ানমারে ভয়াবহ বন্যা : আন্তর্জাতিক সহায়তার আবেদন


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৫ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মিয়ানমারে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার জানানো এই আবেদনে ২ লাখ ১০ হাজার বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণের সামগ্রী ও কাপড় দিয়ে সহায়তার কথা বলা হয়েছে।

ভয়াবহ এই বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও, নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। সেই সঙ্গে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

জাতিসংঘ বলছে, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় দেশটির প্রায় ১০ লাখ একর ফসলি জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদে মিয়ারমারকে খাদ্য সংকটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট থান শোয়ে, সেনাপ্রধান মিন ওংসহ আরও অনেকে। বিবিসি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।