২৯ উপজেলায় সংরক্ষিত আসনে ভোটগ্রহণ শুরু
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ উপজেলার সংরক্ষিত ৩০টি নারী আসনে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব আশফাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে গত ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু এসব উপজেলায় ৩০টি আসনের প্রতিটিতে কমপক্ষে দুই জন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। ফলে সমভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আবারও ভোটগ্রহণ করছে ইসি। এবারই প্রথম সমভোট প্রার্থীদের মধ্যে লটারির পরিবর্তে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ উপজেলার প্রায় সাড়ে তিনশ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে ১২টি উপজেলার ১৭টি আসনে কোনও প্রার্থী না পাওয়ায় সেসব উপজেলায় আগামি ২৫ আগস্ট ভোটগ্রহণের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।
এইচসএস/এএইচ/এমএস