আবারো চালু হচ্ছে ওমরাহ ভিসা


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৫ আগস্ট ২০১৫

চলতি বছরের ডিসেম্বর মাস থেকে আবারো চালু হতে পারে ওমরাহ ভিসা প্রদান কার্যক্রম। সোমবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এমন আশ্বাস দেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানি

জেদ্দার বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর (হজ) মো. আসাদুজ্জামান ধর্ম মন্ত্রণালয়কে জানান, শাহরিয়ার আলম সাধারণ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করার অনুরোধ জানান। জবাবে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আশ্বস্ত করে বলেন, আগামী হজ মৌসুমের পর বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জানুয়ারির পর থেকে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ রাখা হয়। আমজনতাকে ঢালাওভাবে দেওয়া হয়নি এ ভিসা। অভিযোগ ওঠে, ওমরার নামে প্রায় ২০ হাজার বাংলাদেশি এ বছর দেশে ফিরে আসেননি। কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগও তোলা হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।