ধামরাইয়ে চার ইট ভাটা‌কে পৌনে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ এএম, ০৬ জুলাই ২০১৮

নির্মাণসামগ্রী ইট তৈরিতে কারচুপির অ‌ভি‌যো‌গে চারটি ইট ভাটাকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো হোপ ব্রিকস, এ‌আরএম ব্রিকস, এমএআর‌কে ব্রিকস এবং এম‌কে‌পি‌বি ব্রিকস। বৃহস্প‌তিবার ঢাকা জেলার ধামরাই উপ‌জেলার কালামপুর অবস্থিত ইট ভাটায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানের তদার‌কি ক‌রেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। অভিযান প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জা‌গো নিউজ‌কে বলেন, ইট তৈরির জন্য পণ্যের মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সঠিক পরিমাপ নির্ধারণ করেছে। সংস্থা‌টির পরিমাপ অনুযায়ী, প্রতিটির ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার। কিন্ত‌ু প্র‌তিষ্ঠানগু‌লো ইট তৈ‌রি‌তে স‌ঠিক প‌রিমাপ দি‌চ্ছে না। পরিদর্শনে পরিমাপে কমসহ ইট তৈরি‌তে নানা কারচুপির প্রমাণ পাওয়া গে‌ছে।

f

যা আই‌ন প‌রিপ‌ন্থী তাই নির্দিষ্ট পরিমাণের মাপের চেয়ে আকারের ইট তৈরি করে ভোক্তাদের ঠকা‌নোর অভিযোগে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৮ ধারায় প্র‌তিষ্ঠানগু‌লো‌কে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর ম‌ধ্যে এ‌আরএম, এমএআর‌কে ও এম‌কে‌পি‌বি ব্রিকস প্র‌ত্যেক‌কে ৫০ হাজার টাকা এবং হোপ ব্রিকসকে ৩০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়।

এছাড়া মোহাম্মদপুর কাঁচাবাজারের অ‌ভিযান চা‌লি‌য়ে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে পাঁচটি মাংসের দোকান ও চারটি ফলের দোকানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকা‌লে সা‌র্বিক সহযোগিতা প্রদান ক‌রেন এপিবিএন-১ এর সদস্যরা।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।