নিজেদের টাকায় ট্রলি-কিটব্যাগ কিনতে হবে হজযাত্রীদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৭ পিএম, ০৫ জুলাই ২০১৮

সরকারি ও বেসরকারি উভয় হজ ব্যবস্থাপনার হজযাত্রীদের নিজ উদ্যোগে ট্রলি ও কিটব্যাগ কিনতে হবে। হজযাত্রা নিশ্চিত করতে পবিত্র হজে যাওয়ার আগেই সকল হজযাত্রীকে বাংলাদেশের পতাকাখচিত ট্রলিব্যাগ ও কিটব্যাগ কিনতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত ২৮ জুন মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরির অনুচ্ছেদ নং ৫.১.৮ অনুযায়ী সুষ্ঠু হজ ব্যবস্থাপনা পরিচালনার স্বার্থে জাতীয়পতাকা খচিত ট্রলিব্যাগ ও কিটব্যাগ কিনতে হবে।

এছাড়া হজযাত্রীদের আগামী ৮ জুলাইয়ের মধ্যে নিকটস্থ সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে বলা হয়েছে।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।