বদলি হচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৫ জুলাই ২০১৮

নিবন্ধন অধিদফতরের ১৮ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ জুলাই) বদলি-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে।

নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসব সাব-রেজিস্ট্রারদের বদলি করে আদেশ জারি করতে বলা হয়েছে।

মহাপরিদর্শকের কাছে পাঠানো আইন ও বিচার বিভাগের অফিস আদেশ অনুযায়ী- রফিকুল আলমকে মেহেরপুর সদর থেকে সাতক্ষীরা সদর, মো. লুৎফর রহমান মোল্লাকে সাতক্ষীরা সদর থেকে মাগুরা সদর, শরীফ তোরাফ হোসেনকে সিরাজগঞ্জ সদর থেকে চট্টগ্রামের পটিয়া, মো. আলতাফ হোসেনকে নড়াইল সদর থেকে শেরপুর সদর, মো. আবু তালেব সরকারকে রাজশাহী সদর থেকে ঢাকার সাভার, মো. আব্দুল বাছেদ তালুকদারকে চট্টগ্রাম সদর রেকর্ডরুম থেকে ময়মনসিংহের মুক্তগাছা, নুর নেওয়াজ খানকে শেরপুর সদর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার, নিরোদ বর্মন বিশ্বাসকে চট্টগ্রামের পটিয়া থেকে কুমিল্লার বরুড়ায় বদলি করা হবে।

এ ছাড়া মো. সিরাজুল করিমকে ঢাকা সদর রেকর্ডরুম থেকে চট্টগ্রামের গাছবাড়িয়া, সুমন ঘোষকে চট্টগ্রামের গাছবাড়িয়া থেকে ফেনীর মতিগঞ্জ, মো. আনিছুর রহমানকে কুমিল্লার মুরাদনগর থেকে চট্টগ্রামের সদর রেকর্ডরুম, মো. নুরুল আমিনকে বাগেরহাট সদর থেকে হবিগঞ্জ সদর, আলী আকবরকে মাগুরা সদর থেকে বাগেরহাট সদর, মিনতী দাসকে কুমিল্লার বরুড়া থেকে নোয়াখালী সদর, মহসীন আলমকে কুমিল্লা সদর দক্ষিণ থেকে ঢাকা সদর রেকর্ডরুম, মো. সোহরাব হোসেন সরকারকে ঢাকার সাভার থেকে কুমিল্লা সদর দক্ষিণ, মো. জহুরুল ইসলামকে দিনাজপুর সদর থেকে দিনাজপুরের বীরগঞ্জ এবং মো. ওমর ফারুককে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে ময়মনসিংহের তারাকান্দায় বদলি করা হচ্ছে।

আরএমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।