বাড্ডায় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৫ জুলাই ২০১৮
ছবি-ফাইল

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকার প্রজাপতি গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ডিউট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ জানান, বাড্ডা সাতারকুল এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে খবরে ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় ডিবি পুলিশ অভিযানে যায়।

অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা ডিবি পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

এসআই মান্নাফ জানান, নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

জেইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।