বিসিসির প্রধান প্রকৌশলীকে নোটিশ


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ আগস্ট ২০১৫

বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত ৫৮ কর্মচারীর চাকরি স্থায়ীকরণে অনিয়ম পাওয়ার অভিযেগে প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলামকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।  পাশাপাশি ৭ কর্ম দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে প্রধান প্রকৌশলীকে।

মঙ্গলবার বিকেলে কারণ দর্শানোর চিঠির অনুলিপি পেয়েছেন বলে জানিয়েছেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার।

তিনি আরো জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসের পদন্নোতিজনিত বদলি হলে ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম।  ওই সময় কর্মরত ৫৮ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হয়।  এনিয়ে অনিয়মের অভিযোগ উঠলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল কুমার দে ৮ জুলাই বরিশালে তদন্তে আসেন।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন বিভাগের উপ সচিব সরোজ দেবনাথ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।  নোটিশে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলামকে।

এবিষয়ে জানতে একাধিকবার ফোন দেয়া হলেও প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম রিসিভ করেন নি।


সাইফ আমীন/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।