কোনো ছাত্র বিচার দিলে আমরা দেখব : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে কেউ বিচার দিলে তা খতিয়ে দেখা হবে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়ার পর প্রায় তিন মাসেও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত শনিবার ফের আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরপর গত তিনদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের মারধরের শিকার হন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকশিত হয়েছে। শনিবার ছাত্রলীগের এক নেতার মামলার শিকার হন পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। পরে রাশেদকে গ্রেফতার করে পুলিশ। পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনও গ্রেফতার হয়েছেন। ফারুক হোসেনসহ এই আন্দোলনের তিনজনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ সেখানে ভেতরে যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ কখনও ঢুকে না, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পায়। ছাত্ররা ছাত্ররা কী করেছে সেটা আমাদের জানা নেই। যদি কোনো ছাত্র ই...হয়েছে, সে যদি বিচার দেয় তাহলে আমরা দেখব।’
আসাদুজ্জামান খান বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন অযৌক্তিক, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অপেক্ষা করতে হবে। আপনারা যে কোটার কথা বলছেন, এটি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। তিনি বলে দিয়েছেন কোনো কোটাই নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারপর আমাদের কিছু জটিলতা আছে, সেগুলো নিরসনের জন্য আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ও অন্যান্যরা কাজ করছেন। কোটা কীভাবে হবে তা এই কমিটিই নির্ধারণ করবে। কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই।’
আরএমএম/জেডএ/জেআইএম