মতিঝিলে আটক ৫০, ইয়াবা মিলল ২৪৫ পিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৩ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ জুলাই) পুলিশের মতিঝিল বিভাগের শাহজাহানপুর, পল্টন, খিলগাঁও ও মুগদায় দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মাত্র ২৪৫ পিস ইয়াবা।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, পাঁচ থানার পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ডগ স্কোয়াড নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির দায়ে ১৭ ও সেবনের অপরাধে ৩৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা, ৫২ লিটার চোলাই মদ, ৮৪৭ ক্যান বিয়ার ও এক কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ছাড়াও অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

এর আগে সোমবার দিনব্যাপী অভিযানে রাজধানী থেকে ৫৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করে ডিএমপি।

এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।