বাংলাদেশ পুলিশের প্রশংসা করলো জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৩ জুলাই ২০১৮

বাংলাদেশ সফরত সফররত জিম্বাবুয়ে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার কমোডর ব্রায়ান জন চিকনজো।

প্রতিনিধিদলের প্রধান ব্রায়ান জন চিকনজো বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এর সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাত করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

Police-(2)

পরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন, এনডিসি এর সভাপতিত্বে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এআইজি (ট্রেনিং-৩) মো. সোহেল রানা বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেন।

এরপর প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা পুলিশের প্রশিক্ষণ, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এবং সন্ত্রাসবাদ ইত্যাদি সম্পর্কে জানতে চান। ডিআইজি (অপারেশনস্) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (এইচআর) মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিআইজি (লজিস্টিকস্) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Police-(3)

প্রতিনিধিদলের প্রধান আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধে পুলিশের বীরোচিত অবদানের প্রশংসা করেন এবং শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এনডিইউ প্রতিনিধিদলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলে জিম্বাবুয়ে, চীন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ২৬ জন কর্মকর্তা রয়েছেন। প্রতিনিধিদলের সদস্যরা জিইও-স্ট্যাট্রিজিক ওয়ার্ল্ড স্ট্যাডি ট্যুরের অংশ হিসেবে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

এএস/এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।