গ্রেনেড হামলার মামলা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নিস্পত্তিতে অস্বাভাবিক বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এই হত্যাকাণ্ড ও সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত জাগো নিউজকে বলেন, এর আগেও সংসদীয় কমিটি ২১ শে গ্রেনেড হামলা হামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছিল। কিন্তু তবুও মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। কমিটি এ ব্যাপারে আবার তাগিদ গিয়েছে। এই হত্যাকাণ্ড ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।

সংসদ সূত্র জানায়, বৈঠকে জানানো হয়- এই গ্রেনেড মামলার অভিযোগপত্র ও সম্পুরক অভিযোগপত্রে মোট সাক্ষী ৪৯১ জন। ইতোমধ্যে ২টি মামলার প্রত্যেকটিতে ১৬৭ জন করে ৩৩৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীদের সংখ্যা বেশি হওয়ায় বিচার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। কমিটি সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ করে মামলাটি দ্রুত নিস্পত্তির সুপারিশ করে।
বৈঠকে সারাদেশে জমে থাকা মামলা সমূহ দ্রুত নিস্পত্তির বিষয়ে আইন কমিশনের দু’টি এবং সংসদীয় কমিটির একটি রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে অনুমোদিত বিচারকের পদ রয়েছে ১৬৫৫টি। তন্মধ্যে সুপ্রীম কোর্টের প্রতিবেদন অনুসারে ৪৫৭টি পদ শূন্য রয়েছে। এমতাবস্থায় সারাদেশে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে বিচারক নিয়োগদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত পেশাজীবীগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, সফুরা বেগম অংশ নেন। এছাড়া বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান, আইন কমিশনের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।