অপরিকল্পিত কর্ণফুলী খননেই এ দুরবস্থা : মহিউদ্দিন চৌধুরী


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ আগস্ট ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, হঠাৎ করে কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেয়া হয়েছে। এতে চাক্তাই খালে পানি প্রবাহ বেড়ে গেছে। জোয়ার এলে পানি দোকানে-গুদামে ঢুকে পড়ছে। অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। অপরিকল্পিত কর্ণফুলী খনন আর কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেয়ায় চাক্তাই খাতুনগঞ্জের এ দুরবস্থা।

মঙ্গলবার সকালে নগরীর বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। মহিউদ্দিন চৌধুরী আরো বলেন, কর্ণফুলী ড্রেজিংয়ের কাজ পরিকল্পনা মতো করা হয়নি। এ জন্য চাক্তাই খালের মোহনায় প্রচুর পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে।



এর আগে চাক্তাই-খাতুনগঞ্জে জোয়ারের ও বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত আড়ত এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন সাবেক এ মেয়র। এ সময় মহিউদ্দিন সেখানে গেলে ব্যবসায়ী নেতারা তাকে স্বাগত জানান। পরিদর্শনের পর তিনি খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় মিলিত হন।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, বৃষ্টি আর জোয়ারের পানিতে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমাদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। অথচ এখন পর্যন্ত এমপি, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের কেউ আমাদের দেখতে আসেননি।



তিনি আরো বলেন, একমাত্র রাজনীতিবিদ হিসেবে সাবেক মেয়র ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন। সাবেক মেয়রকে পেয়ে ব্যবসায়ীরা নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন, আবার ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চারও হয়েছে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মীর আব্দুস সালাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক ও একই ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আমিন শান্তি, চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ রশিদ আমুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
 


উল্লেখ্য, ঘূর্ণিঝড় `কোমেন’ এর প্রভাবে গত কয়েক দিনের টানা বর্ষণ এবং জোয়ারের পানিতে দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জসহ চাক্তাই-আছাদগঞ্জ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিত্যপণ্যের প্রচুর গুদাম ও সহস্রাধিক দোকানপাট তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।