ধর্ষণকরীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

রাজধানীর উত্তরার স্বপ্ন বিপনী বিতানে কর্মরত মহিলা দোকান কর্মচারীর ধর্ষণকরীদের গ্রেফতার ও দ্রুত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বিপনী বিতানে কর্মরত মহিলা দোকান কর্মচারীর উপর দুর্বৃত্তদের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, নির্যাতিত মহিলা দোকান কর্মচারীদের উন্নতর চিকিৎসা ও ক্ষতিপূরণ অবশ্যই সরকারকে দিতে হবে। এছাড়া দোকান কর্মচারীদের সার্বিক নিরাপত্তা দিতে সরকার যদি ব্যর্থ হন তাহলে আগামীতে নতুন কর্মসূচি দিতে বাধ্য হবো।

বক্তারা আরো বলেন, গত ৩১ জুলাইয়ে কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী কর্তৃক মহিলা দোকান কর্মচারীর ওপর ঘটে যাওয়া ঘটনায় সবার নিরাপত্তা নিয়ে আমরা সঙ্কিত।

এদিকে গত ২ আগস্ট রাজধানী রায়ের বাজার ও মিরপুরে দুই শিশুর উপর আমানবিক যৌন নির্যাতন চালায় ফলে সর্বস্তরের মানুষের মধ্যে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তারা। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করে বক্তরা।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আ স ম জাকারিয়া, সহ-সভাপতি অহিদুর রহমান প্রমুখ।

আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।