মেয়াদোত্তীর্ণ রাসায়নিকে পপুলারে রোগ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০২ জুলাই ২০১৮

রাজধানীর ধানমন্ডি-২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শুদ্ধি অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (ডায়াগনস্টিক টেস্টে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান) জব্দ করেছে র‌্যাব।

jagonews24

সোমবার দুপুর ১টা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুরু হয় এই অভিযান।

অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের লেভেল-১০ এর স্টোর রুম থেকে বিপুল পরিমাণ রি-এজেন্ট উদ্ধার করা হয়।

আটককৃত রি-এজেন্টের মধ্যে সিমেন্স গ্রুপের স্ট্যান্ডার্ড হিউম্যান প্লাজমার মেয়াদ ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর এবং ক্যাপিলারিস ইমিউনোটাইপিংয়ের মেয়াদ ২০১৭ সালের জুনে শেষ হয়।

jagonews24

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ বেলা সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চলছিল।

এআর/জেইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।