গাজীপুরে বিদেশি মদ ও বিয়ারসহ আটক ৪
গাজীপুরে বিদেশি মদ ও বিয়ারসহ চার যুবককে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। গাজীপুর মহানগরীর ইছর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ ক্যান বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
আটকরা হলেন, শেরপুরের শ্রীবর্দী থানার বাইরালা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. ইমরান (২০), একই থানার তালকাঠী এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. আনোয়ার হোসেন, বরিশালের মুলাদী থানার হবিপুর এলাকার কুট্টি সরদারের ছেলে হৃদয় (২৩) এবং প্রাইভেটকার চালক সাইফুল (৪০)।
গাজীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যেতে থাকে। এ সময় ধাওয়া করে ইছর এলাকায় প্রাইভেটকারটি আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২০ ক্যান বিয়ার এবং ৫ বোতল বিদেশি মদ উদ্ধার ও চালকসহ ওই ৪ জনকে আটক করা হয়।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমআরআই